Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী জেনিয়া

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

 ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের নির্দেশের এক মাস পেরিয়ে গেলেও এখনোও উদ্ধার হয়নি অস্ত্রের মুখে অপহৃত স্কুলছাত্রী জেনিয়া জ্যোতি(১৪)। এনিয়ে অপহৃতের পরিবারে হতাশা সৃষ্টি হয়েছে। 

নিখোঁজ জেনিয়ার পরিবার জানায়, সদর উপজেলার চূড়খাই সানরাইজ আইডিয়াল স্কুলের নবম শ্রেনীর ছাত্রী জেনিয়াকে গত বছরের ২৫ অক্টোবর অস্ত্রের মুখে জোড়পূর্বক প্রাইভেটকারে তুলে অপহরণ করে প্রভাবশালী মেহিদী হাসান। এ ঘটনার পর গত বছরের ২৯ অক্টোবর নারী শিশু নির্যাতন দমন আদালতে অপহৃতের পিতা মোজাম্মেলন হোসেন সবুজ মামলা দায়ের করে। কিন্তু র্দীঘ সময়েও ওই স্কুলছাত্রী উদ্ধার না হওয়ায় চলতি বছরের ২৬ ফেব্রsয়ারী ভিকটিম উদ্ধারে আদালতে প্রার্থনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কোতয়ালী মডেল থানা পুলিশকে নির্দেশ দেয় বিজ্ঞ বিচারক।
ভুুক্তভোগী জেনিয়ার পিতা মোজাম্মেল হোসেন সবুজ জানান, ঘটনার পর পাঁচ মাস অতিক্রম হলেও আমার মেয়ের কোন সন্ধান দিতে পারেনি প্রশাসন। এ ঘটনায় থানা পুলিশ-র‌্যাব ও বিজ্ঞ আদালতে প্রার্থনা করা হলেও কোন ফল পাইনি। কোতয়ালী মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ভিকটিম উদ্ধারে জোর চেষ্টা চলছে।

 

 

 



 

Show all comments
  • Mahabubor ২৮ মার্চ, ২০১৮, ২:২৫ পিএম says : 0
    স্থানীয় প্রশাসন করে টা কি? সবাই যদি প্রভাবশালিদের ছায়ায় আশ্রয় নেয় তাহলে আইনের কি প্রয়োজন? এসব অপরাধীদের এমন শাস্তির আওতায় নিয়ে আসা উচিত যেন ভবিষ্যৎ এ যে কেউ অপরাধ করার আগে দশবার ভেবে নেয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ