Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী সহিংসতা চালাতে উগ্রগোষ্ঠীর প্রচারণা

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্রে মুসলমানদের বিরুদ্ধে ‘সহিংসতা’ চালাতে প্রচারণা চালানো হচ্ছে। আগামী ৩ এপ্রিল তারিখকে ‘পানিশ অ্যা মুসলিম ডে’ বা ‘মুসলিমকে শাস্তি দেয়ার দিন’ ঘোষণা করে পোস্টার ছড়াচ্ছে অজ্ঞাত একটি উগ্রগোষ্ঠী। এ সম্পর্কে শিকাগোর অ্যাক্টিস্টরা জনগণকে সতর্ক করে দিয়েছেন। মুসলিম জনসংখ্যার জন্য এই ধরনের ঘৃণাত্মক বক্তব্য নতুন কিছু নয় বলে তারা মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ‘ফক্স-৩২’ কে অ্যাক্টিস্টরা বলেন, এই ধরনের প্রচার হাস্যকর ছাড়া কিছুই নয়। এ ব্যাপারে তারা কোনো মনোযোগ না দিতে চেষ্টা করছেন বলেও তারা জানান। জমিলা ইউসুফ নামে একজন অ্যাক্টিভিস্ট বলেন, ‘এটা একুশ শতকের যুগ। আমরা এই যুগে এসেও কেন এই ধরনের বিদ্বেষমূলক প্রচার থেকে বের হতে পারছি না?’ ব্রিজভিউয়ের ইউনিভার্সাল স্কুলের সুপারিনটেনডেন্ট সাফা জারজৌর বলেন, ‘সত্যি কথা বলতে, স্পষ্টতই এটা ঘৃণার অনুভূতি।’ মুসলিম বিরোধী এই পোস্টার সম্পর্কে জারজৌর বলেন, ‘যারা এটা লিখেছে, তারা এর প্রভাব বুঝতে পারছেন না, বিশেষত তরুণদের, শিশুদের ওপর এর প্রভাব সম্পর্কে। যখন এসব শিশু, তরুণরা মনে করে যে তারা নিজেদের রাস্তায় নিরাপদ নয়, তখন নিশ্চিতভাবেই তারা তাদের সহকর্মী নাগরিকদের জন্য নিরাপদ হতে পারে না , এটা সত্যিই কঠিন।’ জারজৌর জানান, এই সম্পর্কে গত কয়েক সপ্তাহজুড়ে ব্রিজভিউয়ের মসজিদ ফাউন্ডেশন কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। একই সময়ে এই বর্ণবাদী প্রচারণা সোশাল মিডিয়াতে ছড়িয়ে দেয়া হয়েছে বলে তিনি জানান। বর্ণবাদী এই প্রচারণা লন্ডন থেকে উদ্ভূত হয়েছে এবং ‘পানিশ অ্যা মুসলিম ডে’ বা কিভাবে মুসলিমদের শাস্তি দেয়া হবে সে সম্পর্কে বেশ কিছু তালিকা দেয়া হয়েছে। আন্তর্জাতিক মানব সম্পর্ক কাউন্সিলের সদস্য ড্যান ব্রাউন জানান, তারা এই প্রচারণা এবং সহিংসতার সম্ভাব্যতা সম্পর্কে শিকাগো পুলিশকে অবহিত করেছেন। ‘আমরা কাউকে আঘাত করতে চাই না, আমরা কাউকে দোষারোপ করতে চাই না এবং এ সম্পর্কে আমরা জনগণকে আগেই সতর্ক করে দিয়েছি’, ব্রাউন বলেন। ফক্স-৩২ ।



 

Show all comments
  • গনতন্ত্র ২৬ মার্চ, ২০১৮, ১:০২ এএম says : 0
    “ আল্লাহ তালা শয়তানদের হাত থেকে রক্ষা করো ৷ “
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ