Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুমুর আবদার করে ধরা খেল অধ্যাপক

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পরীক্ষায় বেশি নাম্বার দেয়ার প্রলোভন দেখিয়ে এক মেয়ে শিক্ষার্থীর কাছে চুমুর আবদার করে গ্রেফতার হয়েছেন কলেজের অধ্যাপক। ভারতের মুম্বাইয়ের পূর্বাঞ্চলের ঘাটকোপার এলাকার একটি কলেজের অধ্যাপক এ কাÐ ঘটিয়েছেন। ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থী অভিযোগ করে বলেছেন, কলেজের অধ্যাপক তাকে পরীক্ষায় বেশি নাম্বার দেয়ার প্রস্তাব দিয়ে একটি চুমু চেয়েছিলেন। গত ৮ মার্চ ওই শিক্ষার্থীকে অধ্যাপক এ ধরনের প্রস্তাব দিলেও তা আলোচনায় এসেছে গত শনিবার। ওই শিক্ষার্থী তার পরিবারের কাছে সেদিনের ঘটনা বর্ণনা করেছেন। অধ্যাপকের এ ধরনের অনৈতিক আবদারের প্রতিবাদে শিক্ষার্থীর পরিবারের সদস্যরা পান্ত নগর পুলিশ স্টেশনে গিয়ে প্রতিবাদ জানান। হিন্দুস্তান টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অধ্যাপক

২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ