Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংবিধান অনুযায়ী যথাসময়েই আগামী সংসদ নির্বাচন -আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টি সেক্রেটারি

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নির্বাচনে কোন দল আসবে না আসবে সেটা তাদের ব্যাপার, সংবিধান অনুযায়ী যথাসময়ে শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির সেক্রেটারী ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি। গতকাল শুক্রবার বিকেলে মাদারীপুরের শিবচরের ঐতিহ্যবাহী সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনিত বিজয়ী প্যানেলের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। কলেজের প্রিন্সিপাল মোঃ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান অনিক প্রমূখ উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ পার্লামেন্টারী পার্টি সেক্রেটারী এসময় বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়েই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে। সংবিধানের আলোকেই সকলকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নির্বাচন হবে নির্বাচনি আইন অনুযায়ী তাই নির্বাচন কে করবে আর কে করবে না সেটা তাদের দলীয় সিদ্ধান্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবিধান

৪ নভেম্বর, ২০২১
৫ নভেম্বর, ২০২০
৩ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ