মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের ইয়াঙ্গুনে দেশের সেনা-প্রণীত সংবিধান বদলের ডাক দিয়ে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। সেনাপ্রণীত সংবিধান সংশোধন নিয়ে অং সান সু চির দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’র (এনএলডি) সঙ্গে সেনা আইনপ্রণেতাদের সংঘাত বাড়তে থাকার মধ্যে এ সমাবেশে যোগ দিল জনতা। মিয়ানমারের বিতর্কিত এ সংবিধানের বদৌলতে সেনাবাহিনীর হাতে অনেক বেশি ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে। বুধবার সমাবেশে যোগ দেওয়া মানুষ বর্ষীয়ান গণতন্ত্রপন্থি কর্মীদের ভাষণ শুনেছে। সামরিক একনায়কতন্ত্র অবসানের দাবিতে শ্লোগানও দিয়েছে বিক্ষোভকারীরা। সঙ্গীতশিল্পীরা সামনে থেকে তাদের নেতৃত্ব দেন। সু চির দল এনএলডি গতমাসে হঠাৎ করেই সেনা-প্রণীত সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেয়। মিয়ানমারের পার্লামেন্টে সংবিধান সংশোধন নিয়ে কাজ করার জন্য একটি কমিটি গঠন করার প্রস্তাব রাখে এনএলডি। পার্লামেন্টে সামরিক প্রতিনিধিদের আপত্তি অগ্রাহ্য করে এ পদক্ষেপ নিয়ে সংঘাতে জড়ায় দলটি। মিয়ানমারে প্রায় তিন দশকের মধ্যে এ প্রস্তাবই সামরিক বাহিনীর ক্ষমতার বিরুদ্ধে সু চির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রস্তাবটি নিয়ে ভোটের সময় সেনাবাহিনীর পোশাক পরা এমপি’রা এর বিরোধিতায় নীরবে উঠে দাঁড়িয়ে থাকেন। পরে ক্ষমতাসীন দল এনএলডি’র সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি পাস হয়। বুধবার অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের এক আয়োজক বলেন, “সংবিধান সংশোধন কমিটির সমর্থনে আমরা বিক্ষোভ করছি। আমরা জনগণের পাশে আছি।” রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।