Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়া উপকূলে ৭০ তিমির মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া উপকূলে ভেসে ওঠা ১৫০ তিমির মধ্যে ৭০টি এরইমধ্যে প্রাণ হারিয়েছে। আটকা পড়া বাকি তিমিগুলোকে বাঁচিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা চলছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাণ হারানো তিমিগুলোর খোঁজে তীরের কাছাকাছি হাঙর চলে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জনসাধারণকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। অস্ট্রেলিয়ার উপকূলে তিমি ভেসে ওঠা ও আটকা পড়ার ঘটনা নতুন নয়। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে এক জেলে হ্যামেলিন বে উপকূলীয় এলাকায় একঝাঁক তিমি শনাক্ত করেন। এবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ