Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞার প্রতিবাদে তাজমহলে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্থানীয় মুসলিমরা ছাড়া প্রতি শুক্রবারে তাজমহল কমপ্লেক্স’এর ভিতর অবস্থিত মমতাজ মসজিদে গিয়ে জুমা নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদে বিক্ষোভ করেছে আগ্রার মুসলিমরা। তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)-এর পক্ষ থেকে কয়েক মাস আগেই তাজমহলের ভেতর মমতাজ মসজিদে গিয়ে শুক্রবারের জুমার নামাজ আদায়ের ওপর ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, তাজ চত্বরে প্রবেশের মুখেই মূল ফটকের সামনে নিরাপত্তারক্ষীদের নিজের পরিচয়পত্র দেখিয়ে স্থানীয় মুসলিমদের নিশ্চিত করতে হবে যে তিনি আগ্রার বাসিন্দা, একমাত্র তবেই ভেতরে যাওয়ার ছাড়পত্র পাবেন এবং নামাজ আদায় করতে পারবেন। এই কারণে প্রতি শুক্রবার পর্যটকদের জন্য তাজমহল দর্শন বন্ধ থাকবে। এএসআই-এর ওই নির্দেশিকার প্রতিবাদেই গত সপ্তাহে প্রতিবাদে শামিল হন আগ্রার মুসলিমরা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষেধাজ্ঞা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ