মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের ওপর থেকে অনানুষ্ঠানিক বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সউদী আরব। দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অবনতির পর চলতি বছর দেশ দুটির নেতার পুনর্মিলন হয়েছে। চলতি সপ্তাহে সউদী এবং তুর্কি সরকারের মধ্যে একটি ট্রেড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর আগে সউদী আরবের বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আব্দুল্লাহ আল-কাসাবি ঘোষণা দেন যে, বৃহস্পতিবার থেকে প্রজাতন্ত্রে তুরস্কের কোনো পণ্য আমদানিতে কোনো বিধিনিষেধ থাকবে না। তিনি বলেন, ‘চলুন আমরা একত্রিত হই এবং সউদী ও তুর্কি ব্যবসায়ীদের যৌথ ফোরাম আহ্বান করে নতুন করে পথচলা শুরু করি।’ বছর দুয়েক আগে, ২০২২ সালে আঙ্কারার ওপর অনানুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করে রিয়াদ। তুর্কি পণ্য বহনকারী ট্রাকগুলোকে রাজ্যে প্রবেশ করতে বাধা দেয়। সউদী ব্যবসায়ীরা তুরস্কের সাথে তাদের বাণিজ্য সম্পর্ক বন্ধ করতে বাধ্য করে এবং ব্যবসায়ীদের তাদের দেশে বিনিয়োগ বন্ধ করার জন্য চাপ দেন। বাণিজ্যিক নিষেধাজ্ঞা মূলত হয়েছিল এই অঞ্চলে রিয়াদ এবং আঙ্কারার মধ্যে বৈদেশিক নীতির লক্ষ্যগুলোর সংঘর্ষের কারণে। এছাড়া ২০১৮ সালে ইস্তাম্বুলে নির্বাসিত সউদী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে চাপ দিচ্ছিলো তুরস্ক। গত বছর সমঝোতামূলক আলোচনার পর চলতি বছরের এপ্রিলে তুরস্ক খাশোগির মামলা সউদী আরবের কাছে হস্তান্তর করে। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।