Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসযোগ্য নগরী গড়তে কাজ করছে চসিক -মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রতিকূলতা সত্তে¡ও নির্ধারিত সেবার বাইরে কর্পোরেশন শিক্ষা ও স্বাস্থ্য সেবা অব্যাহত রেখেছে। মহানগরীকে বাসযোগ্য রাখতে কর্পোরেশন দায়িত্ব পালন করছে। তিনি পরিচ্ছন্ন নগরী গড়ার অংশ হিসেবে এপ্রিলের মধ্যে সড়কের পাশের সকল ডাস্টবিন সরিয়ে ফেলার নির্দেশনা দেন। গতকাল (বৃহস্পতিবার) কর্পোরেশনের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন মেয়র। সভায় মেয়র জানান, সরকারের কাছে নগরীর কাঁচা রাস্তা পাকাকরণ প্রকল্পে ১২শ’ কোটি টাকা, উন্মুক্ত স্থানে সৌন্দর্যবর্ধনে ৪শ’ কোটি টাকা, বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ ও অন্যান্য বিষয়ে ১১শ’ কোটি টাকা, সেবকদের জন্য ১৪ তলা বিশিষ্ট ভবন নির্মাণে ২শ’ ৩৩ কোটি টাকা, এলইডি বাতি স্থাপন ও সিসি ক্যামেরা প্রকল্পে ৫৬০ কোটি টাকার বরাদ্ধ চাওয়া হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পদার্পণে কর্পোরেশন সপ্তাহব্যাপী নগরীর ৪১টি ওয়ার্ডে উন্নয়ন উৎসবের আয়োজন করেছে বলে জানান মেয়র। সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলর, বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাসযোগ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ