Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বসবাসযোগ্য শীর্ষ শহর ভিয়েনা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

অস্ট্রেলিয়ার মেলবোর্নকে হটিয়ে বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। বিভিন্ন দেশের ১৪০টি শহরের ওপর জরিপ চালিয়ে ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট (ইআইইউ) এ ‘গেøাবাল লিভেবলিটি ইনডেক্স’ প্রস্তুত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইআইইউ-র আগের সাতটি তালিকায় বাসযোগ্যতা বিবেচনায় মেলবোর্নের অবস্থান সবার উপরে থাকলেও ভিয়েনা খুব একটা পিছিয়ে ছিল না। পশ্চিম ইউরোপের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলার ঝুঁকি কমায় ও অস্ট্রিয়ার রাজধানীতে অপরাধ সংঘটনের নিম্নহার এবারের বার্ষিক জরিপে ভিয়েনাকে শীর্ষে এনেছে। পরামর্শক প্রতিষ্ঠান মেরসেরের জীবনমান বিবেচনায় করা শহরের তালিকায় ভিয়েনা সবসময় উপরের দিকে থাকলেও শহরটি এবারই প্রথম ইআইইউ-র তালিকার শীর্ষস্থান পেল। তাদের বসবাসযোগ্য শহরের তালিকার একেবারে তলানিতে আছে সিরিয়ার রাজধানী দামেস্ক। বসবাস যোগ্যতায় নিচের দিকে থাকা দশটি শহর নির্বাচনের ক্ষেত্রে অপরাধ, নাগরিক অস্থিরতা, সন্ত্রাসবাদ ও যুদ্ধ ‘জোরালো ভূমিকা’পালন করেছে বলে জানিয়েছে ইকোনমিস্ট ইন্টিলিজেন্স। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বসবাসযোগ্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ