Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাইয়ে ক্রেন পড়ে বাংলাদেশির মৃত্যু

পরিবারে শোকের মাতম

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

দুবাইয়ে নির্মান শ্রমিক হিসেবে কাজ করাকালীন উপর থেকে ক্রেনের রশি ছিড়ে মাথায় পড়ে মাদারীপুরের শিবচরের আঃ মান্নান খান নামক এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যরা জানান, সংসারের অভাব অনটনকে ঘুচিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় ৮ বছর আগে মাদারীপুরের শিবচরের উমেদপুর গ্রামের দিনমজুর গেদু খানের ছেলে মান্নান খান (৪৫) দুবাইয়ে পাড়ি জমায়। দুবাইয়ের ফ্রেবিক্স কোম্পানিতে নির্মান শ্রমিক হিসেবে স্বল্প মজুরিতে কাজ শুরু করে মান্নান। প্রতিমাসে দুবাই থেকে যা টাকা পাঠাতো তা দিয়েই বাবা, মা, স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ ৬ জনের ভরন পোষন চলত। তার বড় মেয়ে রত্না (১৩) ৮ম শ্রেনির ছাত্রী। ছেলে আমির হোসেন (১১) ৬ষ্ঠ শ্রেনির ছাত্র ও ছোট মেয়ে স্বপ্না (০৯) ৫ম শ্রেনির ছাত্রী। গত ১১ মার্চ রবিবার বাংলাদেশি সময় আনুমানিক সাড়ে ১২ টায় দুবাইয়ের আবুদাবি শহরের একটি ২৭ তলা ভবনের নির্মান কাজ করছিল মান্নান। এসময় হঠাৎ উপর থেকে একটি ক্রেনের রশি ছিড়ে মান্নান খানের উপর নির্মান সামগ্রী পড়ে গেলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে অনিশ্চয়তায় পড়েছে ৩ সন্তানের ভবিৎষত। কোম্পানীর কাছে ক্ষতিপূরনের দাবী করেছেন এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোক

২০ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ