রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মীরসরাইয়ে জেলিযুক্ত চিংড়ি মাছ জব্ধ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বারইয়াহাট পৌর বাজারের ৩টি মাছের আড়তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আড়ৎগুলো হলো: কর্ণফুলী ফিশিং সেন্টার, মায়ের দোয়া মাছের আড়ৎ ও বাদশা মিয়া মাছের আড়ৎ। গতকাল সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভা মাছ বাজারে এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরুর নেতৃত্বে অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী ।
উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট কায়সার খসরু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌর মাছ বাজারে অভিযান চালানো হয়। এসময় তিনটি মাছের আড়তে জেলিযুক্ত প্রায় ৫৫০ কেজি চিংড়ি মাছ পাওয়া যায়। পরে স্থানীয় একটি পতিত স্থানে জব্দকৃত সকল মাছ কেরোসিন দিয়ে মাছগুলো ধবংস করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।