Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মোল্লাহাটে জাটকা রক্ষা অভিযানে কারেন্ট জাল ধ্বংস

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ৬:২৫ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনার মাধ্যমে দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মোল্লাহাট উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ অভিযানে মধুমতি নদীতে অভিযান পরিচালনা কালে উক্ত নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম জানান, ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য পরিচালিত মোবাইল কোর্টে নিষিদ্ধ দুই হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। জাটকা সংরক্ষণে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাল ধ্বংস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ