গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের রেডিও কলোনী এলাকা থেকে অজ্ঞাত (৫৪) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করা হয়।সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অখিল রঞ্জন সরকার জানান, পথচারীদের খবরের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে র্দুবৃত্তরা হত্যা করে লাশ ফেলে গেছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার চেষ্ঠা চলছে ও পাশাপাশি ঘটনার জড়িত ব্যক্তিদের খোঁজ নেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।