বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে একটি হাউজিংয়ের কোম্পানির ভেতরে শিক্ষাশিবির থেকে জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়।
শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়। আটককৃত রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানা থেকে এসেছিলেন এবং সেখানে গোপনে রুকন সম্মেলন করছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়। তারা গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করেছিলেন।
প্রাথমিকভাবে আটকের বিষয়টি নিশ্চিত করলেও তাদের সম্পর্কে বিস্তারিত জানায়নি পুলিশ। আটকদের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে সাভার মডেল থানা-পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভার মডেল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে জামায়াত নেতা কর্মীদের আটক করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।