Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএমএমইউতে শিশু দিবা যত্ন কেন্দ্র উদ্বোধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে এ বিশ^বিদ্যালয়ের কর্মরত চাকুরীজীবীদের জন্য চালু হয়েছে শিশু দিবা যত্ন কেন্দ্র (বেবি ডে কেয়ার সেন্টার)। অত্যন্ত সুন্দর, মনোরম পরিবেশে ৫০ শিশু এই শিশু দিবা যত্ন কেন্দ্রে অবস্থান করতে পারবে। পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে। গতকাল রোববার শিশু দিবা যত্ন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান। এ সময় প্রো-ভিসি ডা. মো. শহীদুল্লাহ সিকদার, ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান ডা. মাসুদা বেগম, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান ডা. মো. আসাদুল ইসলাম, ইপনা-এর পরিচালক ডা. শাহীন আকতার, পরিচালক ডা. জামাল উদ্দিন খলিফা, পরিচালক ডা. একেএম সালেক, তত্তাবধায়ক প্রকৌশলী একেএম হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ডা. কামরুল হাসান খান বলেন, নানা জটিলতার মধ্য দিয়েও বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শিশু দিবা যত্ন কেন্দ্র চালু করা হলো। এতে করে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলের সন্তানরা এই কেন্দ্রে নিরাপদে অবস্থান করতে পারবে, যা এখানে কর্মরতদের কাজে অধিক মনোযোগী হতে সহায়তা করবে এবং সংশ্লিষ্ট শিশু ও তাঁদের পিতা-মাতারাও উপকৃত হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ