Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অধুনিক বিভিন্ন যন্ত্রপাতির উদ্বোধন

মুরাদনগর উপজেলা (কুমিল্লা) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ৩:০৯ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেশার ও ডায়াবেটিস পরিক্ষা করানোর পাশাপাশি উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক বিভিন্ন যন্ত্রপাতির উদ্বোধন করেন এবং রোগী ও নার্সদের খোঁজখবর নেন কুমিল্লা ৩ স্থানীয় সাংসদ আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ রোগীদের মতো মুরাদনগর উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন সাংসদ সদস্য আলহাজ্ব ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা.মো: এনামুল হক সংসদ সদস্যকে অভ্যর্থনা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকতা মো: আলাউদ্দিন ভূঞা জনি, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অফিসার জাহিদুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সিরাজুল ইসলাম মানিক, গাইনী কনসালটেন্ট ফেরদৌস আরা বানু, কার্ডিওলজি কনসালটেন্ট ডা.কাজী রবিউল আলম, মেডিসিন কনসালটেন্ট ডা.আবুল কালাম আজাদ খান, এনেসথেশিয়ান কনসালটেন্ট ডা. ইয়াকুব আলী, ডা.ফারজানা, পা.জয়ন্ত সেন প্রমূখ।
পরে নিচতলায় বহিঃবিভাগে বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন পরিক্ষা করান। পরে
স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য পাওয়া সেমি অটো বায়োকেমিস্ট্রি এনালাইজার, রক্তের বিভিন্ন উপাদানের কাউন্ট, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর প্লাটিলেট কাউন্ট,হরমোন এমালাইজার, ইলেকট্রো সার্জিকেল ডায়াথার্মি, আধুনীক পোষ্ট অপারেটিব বেড ও আল্ট্রাসানোগ্রাম মেশিনের কার্যক্রম শুর্ভ উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ