Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পানিবদ্ধতা নিরসন : সিডিএর পরিকল্পনা জানতে চায় চসিক

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মহানগরীর পানিবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ কি উদ্যোগ নিয়েছে তা জানতে চেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক। এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে সিডিএর পক্ষ থেকে জানানো হয়। গতকাল (মঙ্গলবার) চসিক সম্মেলন কক্ষে নগর উন্নয়ন সমন্বয় কমিটির ১১তম সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা জানিয়ে দেন পানিবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষার আগে নগরীতে খাল খনন ও মাটি উত্তোলনের আর কোন কাজ করবে না চসিক।
তিনি বলেন, নগরীর পানিবদ্ধতা নিরসনে পাঁচ হাজার ৬১৬ কোটি টাকার মূল প্রকল্প সিডিএ বাস্তবায়ন করবে। তাই একই কাজ চসিকের করার কোন সুযোগ নাই। এক্ষেত্রে পানিবদ্ধতা নিরসন সংক্রান্ত কোন কাজে কর্পোরেশন সম্পৃক্ত হয় তাহলে সে ক্ষেত্রে ডবল খরচ হতে পারে। পরবর্তীতে আর্থিক অপচয়ের কারণে অডিট আপত্তি আসতে পারে। জবাবে সিডিএর প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন চৌধুরী বলেন, পানিবদ্ধতা নিরসনে আগামী জুন পর্যন্ত নগরীর নীচু এলাকার খালের খনন কাজে সিডিএ ৫০০ কোটি টাকা পাচ্ছে। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে পানিবদ্ধতা নিরসনে সিডিএর কর্মপরিকল্পনা চসিকের কাছে তুলে ধরার আশ্বাস দেন। সভায় কর্পোরেশনের সচিব আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, চট্টগ্রাম বন্দরের ডেপুটি এস্টেট ম্যানেজার জিল্লুর রহমান, চট্টগ্রাম ওয়াসার তত্তাবধায়ক প্রকৌশলী কাজী ইয়াকুব সিরাজউদ্দৌলা, চসিক তত্তাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, আবু সালেহ, মুুনিরুল হুদা, নগর পরিকল্পনাবিদ এ এক এম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরসন

২৪ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ