বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতাঃ ফরিদপুর জেলার সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। ফরিদপুরের ১১টি ইউনিয়নের মধ্যে ঈশান গোপালপুর ইউনিয়নটি অন্যতম। নির্বাচনী আমেজ থাকলেও সাধারণ ভোটাররা রয়েছে ভয়ভীতি ও আতংকের অভিযোগ পাওয়া গেছে। বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান পংকর জানান, তার পুরো ইউনিয়নের ভোট সেন্টারগুলো ঝুঁকিপূর্ণ। এক শ্রেণীর ব্যক্তিরা এলাকায় ১০/১৫টি করে মোটরসাইকেল নিয়ে শো-ডাউন দিচ্ছে। এতে সাধারণ ভোটাররা আতংকের মধ্যে আছে। আমার অনেক ভোটারদের আমাকে ভোট না দেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। বর্তমানে ঈশানগোপালপুর ইউনিয়নের ভোটাররা নিরাপত্তাহীনতায় ভুগছে। ভোটাররা ভোট দিতে না পারলে আমার চরম ক্ষতি হয়ে যাবে। তিনি মাননীয় এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জেলা নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মজনুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, নূরুজ্জামান পংকজের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তার এলাকায় কোনো সমর্থক নেই। তাই তিনি হতাশ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।