মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রুশ পক্ষত্যাগী গুপ্তচর ও তার মেয়ের ওপর উচ্চক্ষমতাসম্পন্ন বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট হামলা কেন্দ্র করে মস্কোর প্রতি লন্ডনের সমালোচনা আরো উসকে দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। রাশিয়ার দায় অস্বীকারের বিষয়টি ক্রমাগত ‘হাস্যকর’ হয়ে উঠছে বলে গতকাল মন্তব্য করেন তিনি। এদিকে সাবেক গোয়েন্দার ওপর রাসায়নিক প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে লন্ডনের মূল্যায়নকেও গুরুত্বের সঙ্গে গ্রহণ করার কথা জানিয়েছেন তারা। এদিকে ব্রাসেলসে নিয়মিত মাসিক বৈঠক থেকে ব্রিটেনের প্রতি সমর্থন জানিয়েছেন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা। এ বিষয়ে তারা ঐক্যবদ্ধ সংহতি প্রকাশ করেছেন। এক যৌথ বিবৃতিতে মন্ত্রীরা বলেন, ইউরোপীয় ইউনিয়ন এ ঘটনা নিয়ে যুক্তরাজ্য সরকারের মূল্যায়নকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। যুক্তরাজ্য সরকারের মূল্যায়ন অনুযায়ী রুশ ফেডারেশনই এ ঘটনার জন্য দায়ী বলে ধরা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইইউ যুক্তরাজ্যের সঙ্গে অখন্ড সংহতি প্রকাশ করছে এবং যারা এ ঘটনার জন্য দায়ী, তাদেরকে যথাযথ শাস্তির আওতায় আনার যুক্তরাজ্যের প্রচেষ্টার প্রতি ইইউর সমর্থন রয়েছে। গত সোমবার ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে লন্ডনের মূল্যায়নের সারাংশ তুলে ধরেন বরিস জনসন। একই সঙ্গে এ বিষয়ে পুনরায় জোটের সমর্থন পেয়েছেন তিনি। যদিও রাসায়নিক আক্রমণকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে রাশিয়ার ওপর নতুন অর্থনৈতিক অবরোধের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কূটনীতিকরা। নিয়মিত মাসিক বৈঠক উপলক্ষে ব্রাসেলসে পৌঁছানোর পর জনসন সাংবাদিকদের বলেন, রাশিয়ার দায়িত্ব অস্বীকার ক্রমাগত হাস্যকর হয়ে উঠছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছয় বছর মেয়াদে চতুর্থবারের মতো নির্বাচনে জয়ী হওয়ার একদিন পর এ মন্তব্য করলেন বরিস জনসন। তিনি বলেন, এটা চিরায়ত রুশ কৌশলের অংশ, কিন্তু এভাবে তারা আর কাউকে বোকা বানাতে পারবে না। তিনি আরো বলেন, ব্রাসেলসে আলোচনার টেবিলে এমন কোনো দেশ নেই, সামপ্রতিক বছরগুলোয় যারা রাশিয়ার ক্ষতিকর বা বিভাজনমূলক আচরণ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি। উল্লেখ্য, ৪ মার্চ যুক্তরাজ্যের স্যালিসবারির উইল্টশায়ার এলাকার একটি পার্কের বেঞ্চ থেকে সংজ্ঞাহীন অবস্থায় সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়াকে (৩৩) উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ মুহূর্তে দুজনই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। মেডিকেল পরীক্ষায় স্ক্রিপাল ও তার মেয়ের ওপর নোভিচক গ্রুপের একটি নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে বলে জানা গেছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন এ সিরিজের নার্ভ এজেন্টগুলো তৈরি করে। এগুলো সবচেয়ে মারাত্মক নার্ভ এজেন্ট হিসেবে বিবেচিত। পক্ষত্যাগের পর সাবেক রুশ গুপ্তচর স্ক্রিপাল যুক্তরাজ্যে বসবাস করছিলেন। এ ঘটনার পর পরই রাশিয়া ও ব্রিটেনের মধ্যে সম্পর্কের টানাপড়েন তৈরি হয়। স্ক্রিপাল ও তার মেয়ের ওপর রাসায়নিক প্রয়োগের জন্য রাশিয়াকে দায়ী করেছে ব্রিটেন। কিন্তু এ ঘটনার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। এরই মধ্যে এ ধরনের আচরণের প্রতিক্রিয়ায় গত সপ্তাহে ২৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে ব্রিটেন। এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।