Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে হত্যা মামলায় অভিযুক্ত ৫ জনকে যাবজ্জীবন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ২:৪৩ পিএম

কক্সবাজারের আলোচিত ইজিবাইক চালক জহির আলম হত্যা মামলায় অভিযুক্ত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। আজ বেলা ১২টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এ রায় দেন।

মামলার তথ্য সূত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর দীলিপ কুমার ধর জানান, ২০১৩ সালের ৩১ জানুয়ারি রামু চাকমারকূল এলাকার মৃত ইয়াকুবের ছেলে জহির আলমের ইজিবাইকটি ভাড়া করে কক্সবাজারের হিমছড়িতে নিয়ে যায় একদল দুর্বৃত্তরা। পরে হিমছড়ির নির্জন পাহাড়ি এলাকায় চালক জহিরকে গলা কেটে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় অভিযুক্তরা। পরদিন এ ঘটনায় রামু থানার এসআই ইকবাল উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ ৬ বছর পর ওই মামলায় অভিযুক্ত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, রামু চেইন্দা সিকদার পাড়া এলাকার আবদুল হকের ছেলে ছৈয়দুল আমিন, কক্সবাজার পৌরসভার সমিতি পাড়া এলাকার মৃত ইসমাইলের ছেলে মো. রফিক, একই এলাকার মৃত শফির ছেলে এনাম উদ্দিন, চকরিয়া বদরখালী এলাকার মৃত নুর আহম্মদের ছেলে শাহনেওয়াজ ও টেকনাফ লম্বাবিল এলাকার তাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম।
এদের মধ্যে এক থেকে ৩ নং আসামি আটক থাকলেও বাকি দু’জন এখনো পলাতক রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
তবে রায়ে অসন্তুষ্টির কথা বলে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ ও শামিম আরা স্বপ্না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ