মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার এক ডিভিশন সাবমেরিন স¤প্রতি আমেরিকার উপকূলে মার্কিন সামরিক ঘাঁটির কাছে মহড়া চালিয়েছে। তবে রুশ সাবমেরিনগুলোর অস্তিত্ব টের পায়নি আমেরিকা। রাশিয়ার একজন সামরিক কমান্ডার এ তথ্য জানিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি টিভি চ্যানেলকে রাশিয়ার কমান্ডার সের্গেই স্টারশিনভ বলেন, সাবমেরিন ডিভিশেনের মিশন সফলভাবে শেষ হয়েছে। এসব সাবমেরিন নির্ধারিত স্থানগুলোতে তাদের পেশি শক্তি প্রদর্শন করে এবং কোনো রকমের বাধা ছাড়াই সেগুলো ঘাঁটিতে ফিরে আসে। রুশ সাবমেরিনগুলো কবে এবং ঠিক কোন জায়গায় মহড়া চালিয়েছে তা পরিষ্কার করে বলা হয়নি, তবে টিভি চ্যানেলটি জানিয়েছে, একেবারে আমেরিকার উপকূলের কাছে মহড়া চালানো হয়েছে। রুশ এ কমান্ডার সুনির্দিষ্ট করে বলেন নি যে, মহড়ায় কতটি সাবমেরিন অংশ নিয়েছে তবে তিনি জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় বহর যোগ দিয়েছে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।