Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী খুন স্বদেশী উইনসন ফের রিমান্ডে

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ইউএসটিসিতে ভারতীয় ছাত্র আতেফ শেখ খুনের ঘটনায় স্বদেশী উইনসন সিংকে আবারও রিমান্ডে নিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। গতকাল (রোববার) চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান শুনানি শেষে দুইদিনের রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ চাকমা তিনদিনের রিমান্ডের আবেদন করেন। এর আগেও তিনবার উইনসন সিংকে রিমান্ডে নিয়ে কোনো তথ্য আদায় করতে না পেরে গত ১৩ মার্চ চতুর্থ দফায় রিমান্ডে নেয়ার এই আবেদন করেন তিনি। ইউএসটিসির এমবিবিএস পড়ুয়া দুই ভারতীয় শিক্ষার্থী আতেফ শেখ গত বছরের ১৪ জুলাই নগরীর আকবর শাহ থানার আবদুল হামিদ সড়কের একটি ভবনে খুন হন। সেখান থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উইনসন সিংকে উদ্ধার করা হয়। তদন্ত ও ডিএনএ রিপোর্টে পুলিশ নিশ্চিত হয় আতেফ শেখের খুনি উইনসন সিং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ