বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে স্কুলে যাওয়ার পথে পাজেরো মাইক্রোবাসের চাপায় পথচারি মা ছেলে নিহত হয়েছেন। এসময় রুহুল আমিন (৪০) নামে অপর এক ভ্যানচালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকালে বাগেরহাট-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি দোনা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। ঘটনার পর পাজেরো মাইক্রোবাসের চালক মাইক্রোবাসটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পুলিশ গাড়িটি জব্দ করেছে। নিহতরা হলেন, মা শিল্পী আক্তার (৩৫) ও সাত বছর বয়সী ছেলে মো. ওমর। ওমর স্থানীয় দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। নিহত শিল্পী আক্তার মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের মোশারেফ হোসেনের স্ত্রী। মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, গতকাল রোববার সকাল সোয়া দশটার দিকে বাগেরহাট থেকে মোরেলগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দ্রুতগামী পাজেরো মাইক্রোবাস ঘটনাস্থলে পৌছে প্রথমে একটি ভ্যানকে ধাক্কায় দিয়ে পথচারি মা শিল্পী আক্তার ও তার সাত বছর বয়সী ছেলে মো. ওমরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় মা তার ছেলেকে নিয়ে পায়ে হেঁটে স্থানীয় দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ফেলে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গাড়ীটি জব্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।