Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিসির টুইটে মাহমুদুল্লাহ

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ম্যাচ জিততে ও ফাইনালে উঠতে শেষ ২ বলে ৬ রান দরকার বাংলাদেশের। স্ট্রাইকে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শ্রীলংকার বাঁ-হাতি পেসার ইসুরু উদানার করা শেষ ওভারের পঞ্চম বলটি মাঠের বাইরে পাঠিয়ে ছক্কা আদায় করে নেন মাহমুদুল্লাহ। এ ছক্কাতেই শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে উঠলো বাংলাদেশ। ৩টি চার ও ২টি ছক্কায় ১৮ বলে অপরাজিত ৪৩ রান করেন মাহমুদুল্লাহ। এমন মহাকাব্যিক ইনিংসের জন্য মাহমুদুল্লাহকে নিজেদের টুইটারে টুইট করলো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ছক্কা মারার পর দলের জয় নিশ্চিত করে সতীর্থদের দিকে দৌঁড় দেন মাহমুদুল্লাহ। সেই দৌঁড়ের ছবি পোস্ট করে আইসিসি টুইট করে, ‘নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশ। মাহমুদুল্লাহই এই ম্যাচের সেরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসিসি

২৫ জানুয়ারি, ২০২১
১১ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ