Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্কার প্রধানের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের প্রধান জন বেইলির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ পাওয়া গেছে বলে হলিউডভিত্তিক বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। ৭৫ বছর বয়সী এ সিনেমাটোগ্রাফার গত বছর অস্কার অ্যাকাডেমির প্রধান নির্বাচিত হন। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ পাওয়া গেছে বলে বুধবার অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানায় হলিউড রিপোর্টার ও ভ্যারাইটি ম্যাগাজিন। বেইলি দায়িত্ব নেওয়ার একমাসের মধ্যেই হলিউডের বেশ ক’জন অভিনেত্রী প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন; যার সূত্র ধরে মার্কিন রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে ক্ষমতাবানদের বিরুদ্ধে একের পর এক যৌন নির্যাতন ও হয়রানির অভিযোগ মিলতে থাকে; ওঠে প্রতিবাদের ঝড়ও। যৌন হয়রানির অভিযোগ ওঠা ওয়েইনস্টেইনকে অক্টোবরেই অ্যাকাডেমি থেকে বহিষ্কার করা হয়; নির্যাতন ও হয়রানি রোধে ডিসেম্বরে প্রতিষ্ঠানটি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন আচরণবিধিও ঠিক করে দেয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ