নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হ্যাট্টিক জয়ে আবাহনীর পাশে অবস্থান নিয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ। গতকাল মোহাম্মদ শহীদ ও আসিফ হাসানের দুর্দান্ত বোলিং নৈপুণ্যের পর ওপেনার আব্দুল মাজিদের অপরাজিত ৯৪ রানের সুবাদে ব্রাদার্স ইউনিয়নকে ৭ উইকেটে হারায় তারা।
দশম রাউন্ড শেষে ৭ জয়ে ১৪ পয়েন্ট রুপগঞ্জের। সমানসংখ্যক ম্যাচে আবাহনীর পয়েন্টও ১৪। তবে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে আবাহনী। অপরদিকে, ষষ্ঠ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানেই রয়ে গেছে ব্রাদার্স। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্রাদার্সকে ১৭৮ রানে গুটিয়ে দেয় রূপগঞ্জের বোলরা। শহীদ ও আসিফ নেন ৪টি করে উইকেট। জবাবে ৭৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। ওপেনার মাজিদ ৬ রানের জন্য শতক মিস করেন।
ফতুল্লায় কলাবাগান ক্রীড়া চক্রকে ৭৩ রানে হারিয়ে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে শেখ জামাল। আর অষ্টম হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই রয়েছে কলাবাগান। ফতুল্লায় দ্বিতীয় উইকেটে পিনাক ঘোষ ও রাকিন আহমেদের ১২১ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় শেখ জামাল। ১ রানের জন্য পিনাক হাফ-সেঞ্চুরি মিস করলেও, ৭১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন রাকিন। এছাড়া মিডল-অর্ডারে তানবীর হায়দার ৬০ বলে অপরাজিত ৬১ রানের ফলে ২৬৩ রানের সংগ্রহ পায় শেখ জামাল। জয়ের লক্ষ্যে ৪৬ রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেললে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় কলাবাগানের। ষষ্ঠ উইকেটে ৯৭ রানের দারুণ এক জুটি গড়েন তাইবুর রহমান ও মুক্তার আলী। দু’জনই ফেরেন হাফ-সেঞ্চুরি করেই। এরপরও ইলিয়াস সানির বোলিং তোপে ১৯০ রানে গুটিয়ে যায় তারা।
বোলারদের নৈপুণ্যের সহজ জয় পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিও। মিরপুরে তারা মোহামেডানকে হারায় ৬ উইকেটে। টস জিতে ব্যাটে নেমে ৭৩ রানের ওপেনিং জুটির পরও মাত্র ১৮১ রানের আল আউট হয়ে যায় মোহামেডান। মোহাম্মাদ এনামুল ৩২ রানে ফিরলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার জনি তালুকদার। এরপর আর এই ধারা ধরে রাখতে পারেননি তারা। মাত্র ১০৮ রানের ব্যবধানে ১০ উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচে ফেরান সমাজ কল্যাণের বোলাররা। বাঁ-হাতি স্পিনার তানবীর ইসলাম নেন ৪ উইকেট। জবাবে অমিত মজুমদারের ৭৬ রানের পর অশোক মেনারিয়ার অপরাজিত ফিফটিতে ৫১ বল হাতে রেখেই লক্ষ্য পূরণ করে খেলাঘর। ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে খেলাঘর। পঞ্চম হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরেই থাকলো মোহামেডান। শঙ্কা ঘিরে রেখেছে অবনমনেরও।
ব্রাদার্স-রূপগঞ্জ
ব্রাদার্স : ৪৮.১ ওভারে ১৭৮ (মিজানুর ৬৩, জুনায়েদ ২৬, দেবব্রত ৩১; শহীদ ৪/৪১, রসুল ২/৩১, আসিফ ৪/২৩)। রূপগঞ্জ : ৩৭.৩ ওভারে ১৮৩/৩ (মজিদ ৯৪*, নাইম ৩২, নাঈম ৩৬; শুভ ১/৪১, শাখাওয়াত ১/২৯)। ফল : রূপগঞ্জ ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : আসিফ হাসান (রূপগঞ্জ)।
মোহামেডান-খেলাঘর
মোহামেডান : ৪৫.৪ ওভারে ১৮১ (জনি ৫৫, এনামুল ৩২, তাইজুল ৩৪; মাসুম ১/১৫, তানভীর ৪/৩০, মইনুল ২/১৪)। খেলাঘর : ৪১.৩ ওভারে ১৮২/৪ (মাহিদুল ২৪, অমিত ৭৬, মেনারিয়া ৫৪*; গুরিন্দর ২/৩৭, অনিক ২/৩৩)। ফল : খেলাঘর ৬ উইকেটে জয়ী। ম্যাচ সেরা : তানভীর ইসলাম (খেলাঘর)।
শেখ জামাল-কলাবাগান
শেখ জামাল : ৪৯.৫ ওভারে ২৬৩ (পিনাক ৪৯, রাকিন ৭১, তানবীর ৬১*; হাসান ৩/৪৫, সঞ্জিত ১/২৩)। কলাবাগান : ৪৭.৩ ওভারে ১৯০ (তাইবুর ৫১, মুক্তার ৫১, হাসান ৩২; সোহাগ ১/২৩, কামরুল ২/৪৭, সানি ৪/৩৬, শচিন ১/৭)। ফল : শেখ জামাল ৭৩ রানে জয়ী।
ম্যাচ সেরা : রাকিন আহমেদ (শেখ জামাল)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।