Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত থেকে আসা ২ শতাধিক বানর নষ্ট করছে ফসল

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

গোদাগাড়ী (রাজশাহী) থেকে মো. হায়দার আলী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নের সীমান্তবর্তী চরবয়ারমারী এলাকায় ঘুরে বেড়াচ্ছে ভারতীয় জঙ্গল থেকে আসা দুই শতাধিক বানর। বয়ারমারী এলাকাবাসী জানান, বানরগুলোকে দেখামাত্র আমরা সবাই সবজি ক্ষেতে দেই, কিন্তু কিছুক্ষণ পর বানরগুলো দলবদ্ধভাবে পালিয়ে যায়। তবে ওই এলাকার ইউপি সদস্য মাসুদ রানা উজ্জ্বল বলেন, এখন পর্যন্ত বানরগুলো এই এলাকার বিভিন্ন গ্রামে আছে, কোনো শিশু বা নারীর ক্ষতি করছে না, তবে জমির ভুট্টা, ধান, গমের ব্যাপক ক্ষতি করছে এই বানরগুলো। কোনো কোনো বাড়ির চালের টিনে দ্রুত গতিতে দৌড় বা লাফানোর জন্য টিনের চাল ফুঁটো হয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বানরগুলো একনজর দেখার জন্য এলাকার উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। তাদের ধারণা, বানরগুলো ভারতের মুর্শিদাবাদ, ভবনগোলা, জিয়াগঞ্জ, লালগোলা ও চাটাইডুগি থেকে নদীপথে অথবা কাটাতাঁরের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। চরআষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বানরগুলো কয়েক বছর ধরে এই এলাকায় আছে। মানুষের আবাদি ফসলের ব্যাপক ক্ষতি করছে। এদের ধরে চিড়িয়াখানায় হস্তান্তরের ব্যবস্থা নিলে ভালো হয়। তিনি আরো বলেন, আমার জানা মতে, প্রায় দুই শতাধিক বানর এই ইউনিয়নের বিভিন্ন গ্রামে আছে, তবে এরা ২০-২৫টা করে দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। গোদাগাড়ী উপজেলা আইনশৃঙ্খলা সভায় শিশু নিকেতনের অধ্যক্ষ বরজাহান আলি পিন্টু ভারত থেকে শ’ শ’ বানর বাংলাদেশে প্রবেশের বিষয়টি আলোচনা করার চেষ্টা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ