মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কুর্দি পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) যোদ্ধাদের বের করে দেয়ার পর সিরিয়ার উত্তরাঞ্চলের আফরিনকে দামেস্ক সরকারের কাছে হস্তান্তর করা হবে না বলে জানিয়েছে তুরস্ক।
দেশটির সেনাবাহিনী ও তাদের মিত্র সিরিয় বিদ্রোহীরা এখন ব্যাপক হামলার প্রস্তুতি হিসেবে আফরিন ঘিরে রেখেছে।-খবর আল-জাজিরা অনলাইন।
বৃহস্পতিবার হাজার হাজার বেসামরিক লোককে আফরিন ছেড়ে আলেপ্পোর গ্রামাঞ্চল নুবুল ও ঝারার দিকে পালাতে দেখা গেছে।
বিমান হামলা ও গোলাবর্ষণের পর আলেপ্পো এখন সিরিয় সরকার নিয়ন্ত্রণ করছে।
গেল ২৪ ঘণ্টায় আফরিন ও তার উপকণ্ঠে হামলায় অন্তত ১২ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন।
কুর্দি সূত্র জানায়, নিহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের অনেকের অবস্থা সংকটাপন্ন।
আফরিন শহর হাসপাতালের কর্তৃপক্ষ ডা. জোয়ান শিটিকা বলেন, আমাদের কর্মীরা সবচেয়ে ভালো করার চেষ্টা করছেন। কিন্তু কক্ষগুলো আহত লোকে ভরে গেছে। ওষুধের অভাবে লোকজন কষ্ট পাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।