Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯৩ শতাংশ বোতলজাত পানিতে প্লাস্টিকের ক্ষুদ্র কণার উপস্থিতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

কোকাকোলা, পেপসি থেকে শুরু করে নেসলের মতো বড় প্রতিষ্ঠানের বোতলে বাজারজাত করা পানিতেও মিলেছে প্লাস্টিকের ক্ষুদ্র কণা। ওয়াশিংটনভিত্তিক অলাভজনক সংবাদ প্রতিষ্ঠান অরব মিডিয়ার তত্তাবধানে পরিচালিত ওই গবেষণায় ১১টি প্রতিষ্ঠানের ২৫৯টি বোতলের নমুনা পরীক্ষা করে গড়ে প্রতি লিটার পানিতে ৩২৫টি প্লাস্টিকের ক্ষুদ্র কণার উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। ৯৩ শতাংশ নমুনাকৃত বোতলের ক্ষেত্রেই এই ক্ষুদ্র প্লাস্টিকের কণার উপস্থিতি পাওয়া গেছে। কয়েকটি ক্ষেত্রে প্লাস্টিকের ক্ষুদ্র কণার উপস্থিতি দেখা গেছে কাচের বোতলে বাজারজাত করা পানিতেও। সংগৃহীত তথ্য বিশ্লেষণ শেষে ধারণা করা হচ্ছে, নমুনায় পরীক্ষিত কোনও কোনও পানি বোতলজাত ও মোড়কজাত করার সময়ে দূষণের কবলে পড়ে থাকতে পারে। ইকোনমিস্ট, গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্লাস্টিক

২৬ সেপ্টেম্বর, ২০২২
২০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ