Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক বছরে ঢাকা থেকে ১ হাজার টন প্লাস্টিক সংগ্রহ করবে ইউনিলিভার ও সার্কুলার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ৫:৩১ পিএম

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত সামাজিক উদ্দেশ্য-চালিত প্রতিষ্ঠান ‘সার্কুলার’ আগামী এক বছরে ঢাকা থেকে ১ হাজার টন প্লাস্টিক সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্লাস্টিক বর্জ্য (নমনীয় প্লাস্টিক বর্জ্য, একবার ব্যবহার উপযোগী বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জ্য এবং অনমনীয় প্লাস্টিক বর্জ্য) সংগ্রহ কার্যক্রম চলতি বছরের জুন থেকে শুরু হয়ে চলবে ২০২৩ সালের মে পর্যন্ত।

বিশ্বব্যাংকের তথ্যানুসারে, বাংলাদেশে মোট প্লাস্টিক বর্জ্যের মাত্র এক-তৃতীয়াংশ (৩০ শতাংশ) সংগ্রহ করা হয় এবং সংগৃহীত সেই বর্জ্যের মাত্র ৩৭ শতাংশ পুনঃচক্রায়ন (রিসাইকেলড) হয়, বাকিটা থেকে যায় স্থলভাগ বা ভূমিতে এবং এরমধ্যে আনুমানিক ২৪ হাজার টন থেকে ৩৬ হাজার টন প্লাস্টিকের গন্তব্য আমাদের বিভিন্ন নদীগুলোতে।

ইউনিলিভার বাংলাদেশ বিশ্বাস করে, প্লাস্টিক বর্জ্যের ফলে তৈরি হওয়া পরিবেশ বিপর্যয় প্রতিরোধে, একটি টেকসই পুনঃচক্রায়ন (সার্কুলার লুপ) তৈরি করা প্রয়োজন যেটি সার্কুলার ইকোনমি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখতে সক্ষম হবে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) আগামী ২০২৩ সালের মধ্যে ১০ হাজার টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহের লক্ষ্যে বিভিন্ন সেক্টরের অংশীদারদের সঙ্গে নিয়ে ইতোমধ্যে বহুজন-অংশীদার (মাল্টি-স্টেকহোল্ডার) গড়ে তুলেছে।

আর তাই, ‘সার্কুলার’ এর সঙ্গে প্লাস্টিক সংগ্রহের অংশীদারিত্ব পরিবেশ ও পৃথিবীর স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে ইউনিলিভারের প্রতিশ্রুত উদ্যোগসমূহের বাস্তবায়নে অব্যাহত প্রচেষ্টার-ই অন্যতম নজির।

২০২১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) এবং ইউএনডিপিকে সঙ্গে নিয়ে ইউনিলিভার শুরু করেছে পৌরসভা-ভিত্তিক দেশের সবচেয়ে বড় প্লাস্টিক বর্জ্য সংগ্রহ প্রকল্প। ইউনিলিভার এবার সার্কুলার-এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ভোক্তাদের পণ্য ব্যবহার পবরবর্তী প্লাস্টিক বর্জ্যের পুনঃচক্রায়ন নিশ্চিত করতে টেকসই ও উপযুক্ত বিপরীতমুখী (রিভার্স) সাপ্লাই চেইন তৈরিতে কাজ করবে।

সার্কুলার-এর প্লাস্টিক সংগ্রহের এই মডেল বর্জ্য সংগ্রহকারীদের একই পরিম-লে আনতে সাহায্য করবে, টোকাই, ফেরিওয়ালা ও বর্জ্য ক্রেতা-বিক্রেতাদের একটি নেটওয়ার্কে আনা সম্ভব হলে সাপ্লাই চেইন এর স্বচ্ছতা বাড়বে ও প্লাস্টিক বর্জ্যের বিস্তৃতি ও সমস্যার গভীরতা নির্ণয় করা সম্ভব হবে। এছাড়া, প্রতিটি গৃহে ও জনসাধারণের মধ্যে প্লাস্টিক দূষণ নিয়ে জনসচেতনতা বাড়বে এবং প্লাস্টিক পুনঃব্যবহারযোগ্য করতে ভিন্ন ভিন্ন ধরনের প্লাস্টিকের পৃথিকীকরণ সম্পর্কে সবাই সচেতন করতে কাজ করবে।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাভেদ আখতার বলেন, “আমাদের ব্যবসায়িক মূল্যবোধ ঘিরে রয়েছে টেকসইভাবে ব্যবসা পরিচালনা এবং আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বিশ্ব রেখে যাবার মতো প্রতিশ্রুত বিষয়গুলো। আমরা নিশ্চিত করতে চাই যাতে প্লাস্টিকের ফলে পরিবেশ দূষণ না ঘটে এবং এটি যেন পুনঃচক্রায়নের মাধ্যমে অর্থনৈতিক পরিম-লের ভিতরেই রাখা সম্ভব হয়। এক্ষেত্রে দায়িত্বশীল কোম্পানি হিসেবে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করতে বদ্ধপরিকর। তবে প্লাস্টিকের মতো বড় একটি দূষণ মোকাবিলা আমাদের একার পক্ষে সম্ভব নয়। আমরা বিশ্বাস করি এটি একটি যৌথ দায়িত্বের বিষয় এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় প্রতিটি স্টেকহোল্ডার সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে। প্লাস্টিক সমস্যা সমাধানে ও বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে আমরা একটি সার্কুলার ইকোনমি গড়ে তুলতে সকল অংশীজনের সাথে কাজ করছি। সার্কুলার-এর সঙ্গে এই অংশীদারিত্ব, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা আমাদের সকলের সমন্বিত দায়িত্বের বহিঃপ্রকাশ। সার্কুলার ইকোনমি মডেল বাস্তবায়নের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবং সংকট সমাধানে আমাদের ভ্যালু চেইন-জুড়ে বিভিন্ন দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন যাতে বর্জ্য সংগ্রহের উপায় ও পরিমাণ আরো বাড়ানো যায়। প্লাস্টিক সমস্যা মোকাবেলায় দায়িত্বশীল কার্যক্রম গ্রহণ ও সরকারের ২১০০ ডেল্টা প্ল্যান অনুসারে বাংলাদেশ এর গ্রিন গ্রোথ কৌশল বাস্তবায়নে আমাদের এখনই কাজ শুরু করা প্রয়োজন।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্লাস্টিক

২০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ