মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফ্লোরিডার কি ওয়েস্ট উপকূলে প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় মার্কিন নৌবাহিনীর একটি সুপার হর্নেট জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে দুই বৈমানিক নিহত হয়েছেন। গত বুধবার মার্কিন নৌবাহিনীর এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছে, দুই আসনের এফ/এ-১৮এফ হর্নেট জঙ্গি বিমানটি কি ওয়েস্টের নৌবাহিনীর এয়ার স্টেশনের দিকে আসার সময় বিধ্বস্ত হয়। পাইলট ও জঙ্গি বিমানটির উইপন সিস্টেম কর্মকর্তাকে পানি থেকে উদ্ধারের পর মৃত ঘোষণা করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে। বৃহস্পতিবার টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিহতদের পরিবারকে ঘটনা অবহিত করা পর্যন্ত ওই দুই বৈমানিকের নাম প্রকাশ স্থগিত রাখা হয়েছে বলে নিজেদের বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।