পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সিরিয়ার সরকারি বাহিনী বুধবার রাতে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌতার একটি গুরুত্বপূর্ণ শহরে প্রবেশ করেছে। একটি পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। মানবাধিকার বিষয়ক ব্রিটেন ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌতার দক্ষিণের হামুরিইয়েহ শহরে সরকারি বাহিনী অভিযান চালিয়ে এর অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সর্বশেষ এ ঘাঁটির পুনঃনিয়ন্ত্রণ নিতে রাশিয়ার সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী গত ১৮ ফেব্রুয়ারি পূর্ব ঘৌতায় অভিযান শুরু করে। পূর্ব ঘৌতা বিদ্রোহী নিয়ন্ত্রণের দিক থেকে তিন ভাগে বিভক্ত। আর এর প্রতিটি অংশ আলাদা বিদ্রোহী গ্রুপ নিয়ন্ত্রণ করছে। বিষয়টি মাথায় রেখেই সরকারি বাহিনী সেখানে অভিযান চালাচ্ছে। হামুরিইয়েহ শহরটি ফেলাক আল-রাহমান গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। সংবাদদাতা জানান, সেখানে সাম্প্রতিক দিনগুলোতে ব্যাপক অভিযান শুরু করা হয়েছে। উল্লেখ্য, ১৮ ফেব্রয়ারি থেকে পূর্ব ঘৌতায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে ১ হাজার ২২০ জনের বেশী বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অবরুদ্ধ পূর্ব ঘৌতার অসুস্থ ও আহত বাসিন্দারা এলাকাটি ছেড়ে যেতে শুরু করেছেন। গত বুধবার সরকারি একটি চেকপয়েন্ট দিয়ে ২৫ জন রোগী ও তাদের পরিবার এলাকাটি ছেড়েছেন ধারণা করা হচ্ছে বলে খবর বিবিসির। পূর্ব ঘৌতার একটি বিদ্রোহী গোষ্ঠী ও সিরিয়া সরকারের মিত্র রাশিয়ার মধ্যে চুক্তির অংশ হিসেবে মঙ্গলবার অন্য আরো ৩১ জন এলাকাটি ছেড়ে যান। এক মাস আগে রাজধানী দামেস্ক সংলগ্ন এই এলাকাটি পুনরুদ্ধার করার লক্ষ্যে ব্যাপক অভিযান শুরু করে সিরিয়া সরকার। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।