Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাপ্পা-কোনালের নতুন গান ও ভিডিও ঘুম জড়ানো

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: নির্মিত হয়েছে বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনালের নতুন গানের মিউজিক ভিডিও ‘ঘুম জড়ানো’। ভিডিওটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। দেশের অন্যতম সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে গান-ভিডিওটি প্রকাশ করেছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। এতে মডেল হয়েছেন চলতি প্রজন্মের অন্যতম দুই মডেল তাসনুভা তিশা ও আযহার সাইনি। ভিডিওতে দু’জনার দাম্পত্য প্রেম-অভিমানের গল্প তুলে ধরা হয়েছে। এতে কোনালকেও দেখা যাবে। কোনাল বলেন, ‘গান তো অনেক গাই কিন্তু সবসময় তৃপ্তি পাই না। এটি তেমনই একটি গান যেটি গেয়ে তৃপ্তি পেয়েছি। মনে হয়েছে, এই গানটি আমার জন্যই তৈরি হয়েছে। আর ভিডিওটি দেখার পরে প্রাণ জুড়িয়ে গেছে। গানটাকে ধরেই ভিডিওর অসাধারণ একটা চিত্রনাট্য হয়েছে। গানটির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ, এই গানটি আমাকে বাঁচিয়ে রাখবে বহুদিন।’ নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘আমি বরাবরই চেষ্টা করি একটা মৌলিক গল্প দর্শকদের কাছে পৌঁছাতে। সেই গল্পটি তৈরি করি অডিও গানটির ওপর ভর করে। এই গানটি অসাধারণ লেগেছে বলেই এর গল্পটাও ভালো দাঁড়িয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’ শরীফ আল দীনের কথায়, নাজির মাহমুদের মেলোডি সুরে ‘ঘুম জড়ানো’ গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। আর এটির ভিডিও নির্মিত হয়েছে ভি ক্রিয়েশন এর ব্যানারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিডিও

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ