মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিডিং বোতলে বাঘের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে ওরাংওটাং। ভারতের বিশিষ্ট শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সেই ভিডিও টুইটারে শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
আনন্দ মাহিন্দ্রা তার অফিসিয়াল টুইটার প্রোফাইল @anandmahindra থেকে শেয়ার করেছেন ভাইরাল হওয়া ৩৩ সেকেন্ডের সেই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে যে, ফিডিং বোতলে করে বাঘের শাবককে দুখ খাইয়ে দিচ্ছে ওই ওরাংওটাং। এখানেই শেষ নয়, তাদের সঙ্গে খেলাধুলোও করছে সে।
ওরাংওটাং একটি বাঘের বাচ্চাকে কোলে নিয়ে রীতিমতো আদর করেছে। এমন ভাবে ওই বাঘের শাবককে ওরাংওটাংটি কোলে নিয়েছে, এক ঝলক দেখে মনে হবে যেন তারই সন্তান। নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে ওই ওরাংওটাং। তার স্নেহ ও মমতা সকলকে হতবাক করে দিয়েছে।
ইতোমধ্যে ভাইরাল ভিডিওর ভিউ এক লাখ ছাড়িয়েছে। ওরাংওটাংটি সব বাঘের বাচ্চাকেই সমানভাবে আদর করেছে। ঠিক যেভাবে মা তার সন্তানকে বুকে জড়িয়ে আগলে রাখেন, আদরে ভরিয়ে দেন। এক্ষেত্রেও ঠিক তেমনটাই দেখা গিয়েছে।
ওরাংওটাংয়ের সঙ্গে বেশ আনন্দেই রয়েছে বাঘের বাচ্চারাও। দেখে মনে হচ্ছে যেন, এই মায়ের আদরেই দিব্যি বড় হচ্ছে তারা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।