Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে সংসদ উপ-নির্বাচনে লাঙ্গল প্রার্থী বিজয়ী

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচনে জাপা মনোনিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) ৭৮ হাজার ৯২৬ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আফরুজা বারী পেয়েছেন ৬৮ হাজার ৯১৩ ভোট। জয় লাভে ভোটের ব্যবধান হয়েছে ১০ হাজার ১৩ ভোট। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নজির বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা কন্ট্রোল রুমে ভোট গণনার পর ১০৯টি কেন্দ্রের সবগুলোর বে-সরকারি ফলাফলে জাপার প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে বিজয়ী ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন অফিসার রংপুর অঞ্চল রংপুর ও রিটার্নিং অফিসার সাহাতাব হোসেন। এছাড়া এনপিপির প্রার্থী জিয়া জামান খান (আম) পেয়েছেন ৪১৭ ও গণফ্রন্ট প্রার্থী শরিফুল ইসলাম (মাছ) পেয়েছেন ৭১১ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৪.৪৬ ভাগ। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৫৫৬ জন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ