বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় নাসিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে তার স্বামী জালাল সানা। এ ঘটনার পর জালাল সানা নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার (১৩ মার্চ) গভীর রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ নাসিমা খাতুন দুই সন্তানের জননী।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, নাসিমা-জালাল দম্পতি দিনমজুরের কাজ করে সংসার নির্বাহ করতেন। তাদের ৮ম শ্রেণি ও দশম শ্রেণিতে পড়ুয়া দুটি মেয়ে রয়েছে। সম্প্রতি জালাল সানা মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেন। যাকে-তাকে মারধর করাসহ মানুষের সাথে তিনি অসংলগ্ন আচরণ করতেন। মঙ্গলবার রাতের কোন এক সময়ে তিনি তার স্ত্রীকে দাঁ দিয়ে জবাই করে হত্যা করে সকালে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন।
তার কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল পাঠিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।