বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় যৌতুকের দাবিতে দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যা ও পারিবারিক বিরোধে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই খুন হয়েছেন। গতকাল বুধবার বেলা ১টার দিকে এবং মঙ্গলবার রাত ১০টার দিকে পৃথক এ দুই খুনের ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান জানান, নিহত গৃহবধূ আসমাউল হুসনা সদর উপজেলার চরবাঙ্গাবাড়িয়া গ্রামের রাসেল প্রামাণিকের স্ত্রী এবং পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার শিলাইদহ ইউনিয়নের চরসাদীপুর গ্রামের আখতার মোল্লার মেয়ে। দাম্পত্য জীবনে তাদের দুই বছর ও চার বছর বয়সী দুইটি সন্তান রয়েছে। গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপর দিকে, মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার সুজানগর উপজেলার চরসুজানগর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাই হযরত আলী বিশ্বাসের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই সুজন বিশ্বাস নিহত হয়েছেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, টাকা-পয়সা নিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই হযরত আলী ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই সুজনকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।