বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব ডেস্ক: নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ কাঠমান্ডু টিচিং হাসপাতালে রাখা হয়েছে। বাংলাদেশ থেকে অনেকের আত্মীয়-স্বজন কাঠমান্ডুতে এলেও তাদের মর্গে ঢুকতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, লাশ আগুনে পুড়ে বীভৎস হয়ে গেছে। এগুলো চোখে দেখে শনাক্ত সম্ভব নয়। লাশ দেখে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এ আশঙ্কায় কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। এ বিষয়ে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেন, এখানকার হাসপাতালগুলোর প্রসেস একটু জটিল। আমরা তাদের (প্রসেস) শিথিল করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি। এদিকে কবে নাগাদ লাশ দেশে ফেরত পাঠানো হবে তাও নিশ্চিত নয়।
নিহতদের লাশ কবে ফেরত দেয়া হতে পারে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, নেপালের প্রেসিডেন্ট নির্বাচনের কারণে ব্যবস্থা নিতে একটু সমস্যা হচ্ছে। পাশাপাশি হাসপাতালগুলোতে এতবড় দুর্ঘটনার প্রস্তুতি সবসময় থাকে না। সেজন্য একটু সময় লাগছে। আমরা নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দফতরে হাসপাতালের কাজগুলো ত্বরান্বিত করার কথা বলেছি। এছাড়া দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি নেপালের রাষ্ট্রদূতকে ডেকে এ বিষয়ে বলতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।