Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিচ ফুটবল

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সাবেক ফুটবলারদের এই মিলনমেলা রানার-চ্যানেল আই বিচ ফুটবল শুরু হচ্ছে ১৫ মার্চ। পৃথিবীর দীর্ঘতম সমূদ্র সৈকত কক্সবাজারে ছয়টি দলকে দু’গ্রুপে বিভক্ত করে খেলা অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপে আছে- মোহামেডান মাস্টার্স, ওয়াফ মাস্টার্স ও চট্টগ্রাম মাস্টার্স এবং ‘বি’ গ্রুপের দলগুলো হলো- আবাহনী মাস্টার্স, মুক্তিযোদ্ধা মাস্টার্স ও ব্রাদার্স মাস্টার্স। তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ উপলক্ষ্যে গতকাল চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেসরকারী টেলিভিশনটির বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ। এ সময় উই আর ফর ফুটবলের (ওয়াফ) সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয় সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী এবং টাইটেল স্পন্সর রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ