Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে শিক্ষকদের অস্ত্র-প্রশিক্ষণে তহবিল জোগাবে বিচার বিভাগ

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্কুল শিক্ষক ও সংশ্লিষ্টদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ পরিচালিত হবে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর তত্তাবধানে। আর তহবিল আসবে বিচার বিভাগ থেকে। গত রোববার হোয়াইট হাউসের পক্ষ থেকে অস্ত্র নিয়ন্ত্রণে নেওয়া এই পরিকল্পনার কথা জানানো হয়। প্রশিক্ষণ পরিকল্পনার পাশাপাশি অস্ত্র ক্রয়ে আগ্রহী মার্কিনির অতীত অপরাধের রেকর্ড পর্যালোচনাকে কঠোর করার ওপর আনা একটি বিলে সমর্থনও দেওয়া হয়। হোয়াইট হাউস সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সমপ্রচারমাধ্যম সিএনএন এবং ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। খবরে বলা হয়েছে, অস্ত্র ক্রেতার ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার যে পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন; তা বাধার মুখে পড়েছে। ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্কুলে হামলায় ১৭ জন নিহত হওয়ার পর শিক্ষকদের কাছে অস্ত্র রাখার প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন,শুধু গোপনে অস্ত্র বহন নয় তা চালানোর প্রশিক্ষণও থাকা উচিত তাদের। গত রোববার হোয়াইট হাউসের পক্ষ থেকে সে প্রস্তাব বাস্তবায়নেরই ঘোষণা এলো। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ