Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ওমর সানি

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওমর সানী। আগামী বৃহপতিবার তার সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন, তার ছেলে ফারদিন এহসান। হৃদরোগে আক্রান্ত ওমর সানীর হার্টে গত মঙ্গলবার একটি রিং পরানো হয়েছে। তিনি পুরোপুরি শঙ্কামুক্ত। ফারদিন এহসান জানান, বাবা এখন সুস্থ আছেন। বাসায় বিশ্রাম নিচ্ছেন। তার পুরো স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বৃহসপতিবার অথবা শুক্রবার সিঙ্গাপুরের উদ্দেশে আমরা রওনা দেব। উল্লেখ্য, গত সোমবার দুপুরে বুকের ব্যথা নিয়ে অ্যাপোলো হাসপাতালে যান ওমর সানী। পরীক্ষা শেষে চিকিৎসক জানান তার হৃৎপিন্ডে তিনটি ব্লক আছে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার হৃৎপিন্ডে একটি রিং লাগানো হয়। আরো দুটি রিং লাগাতে হতে পারে। তবে সেটা দুই কিংবা তিন মাস পরে করলেও হবে বলে জানিয়েছেন চিকিৎসক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসা

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ