বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব ডেস্ক: দেশের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রির্পোট :
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় গতকাল দুপুরে ট্রাক-টলির সংঘর্ষে ট্রলিচালক লিটন(২৫) নিহত হয়েছে। সে নগরীর বোয়ালিয়া থানাধীন চাঁদপুকুর এলাকার আকবরের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন ট্রলিতে ইট বোঝাই করে নওদাপাড়ায় এলাকায় পৌছালে একটি বাস ট্রলি টিকে ধাক্কা দিলে তিনি ট্রলি থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। শাহমখদুম থানার ওসি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে শাহমখদুম থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রংপুর জেলা সংবাদদাতা জানান, রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী নৈশকোচ হিমেল পরিবহনের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই বাসযাত্রী নিহত হন। এ ঘটনায় গুরতর আহত হন তিন বাসযাত্রী। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের একজনের নাম আব্দুল আজিজ। তার বাড়ি সাভারের আশুলিয়ায়। অপরজনের নাম জানা যায় নি।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুর শহরের নতুন বাসস্টান্ডের সামনে একটি মাটির ট্রাক চাপায় এক অজ্ঞাত যুবকরে মৃত্যু হয়েছে। ফরিদপুর কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শামিম হাসান জানান, সিএন্ডবি ঘাট এলাকা হতে মাটির ট্রাকটি যাওয়ার সময় শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এক অজ্ঞাত যুবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় ট্রলির ধাক্কায় মোটর সাইকেল আরোহী হাফেজ আবু সালাইন (৩২) নামে এক ঈমাম নিহত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার শেরকোল ইউনিয়নের পমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু সালাইন শাহজাদপুরের গাড়াদহ গ্রামের মৃত ইব্রাহিম আকন্দের ছেলে। স্থানীয়রা জানান, হাফেজ আবু সালাইন কুশাবাড়ি থেকে মোটর সাইকেল যোগে সিংড়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পথে সিংড়ার শেরকোল-পুঠিমারী আঞ্চলিক সড়কের পমগ্রাম এলাকায় ইট ভাটার মাটি বহনকারী একটি ট্রলি তাকে চাপা দেয়।
ফুলপুর(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের হালুয়াঘাটে বড়বিলা নামকস্থানে বাসের ধাক্কায় যাত্রীবাহী মাহিন্দ্রের চালকসহ ৩ জন নিহত ও আহত হয়েছে ৫ জন। গতকাল দুপুর ১ টায় ময়মনসিংহ হালুয়াঘাট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, হালুয়াঘাট উপজেলার সমনিয়া পাড়া গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র সাহের আলী (৯০), মুক্তাগাছা উপজেলার ফরহাদ হোসেনের স্ত্রী লাভলী বেগম (৪০) ও ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের মাহিন্দ্র চালক আবুল কালাম (৩৫)। স্থানীয়রা মাহিন্দ্র চালকসহ আহতদেরকে গুরুতর অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে মাহিন্দ্র চালকের মৃত্যু ঘটে। স্থানীয়রা জানায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি পিছন থেকে ধাক্কা দিলে মাহিন্দ্রটি দুমড়ে মুচড়ে যায়।এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা হয় ও আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাউজানে গত শনিবার রাত ৯টায় সড়ক দুর্ঘটনায় আহত আব্দুল মান্নান কন্ট্রাক্টর (৩৩)’র মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টায় নগরের একটি ক্লিনিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ করম আলী সওদাগর বাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র। গত শনিবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সিকদার ঘাটা এলাকায় মোটর সাইকেল নিয়ে কাজ থেকে বাড়ি ফেরার সময় অজ্ঞাত গাড়ি ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পেশায় রাজমিস্ত্রি কন্টাক্টর আব্দুল মান্নান এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক বলে জানান তার বন্ধু হলদিয়া ইউপি সচিব মাহবুবুল আলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।