বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, পাহাড় কেটে সাবাড় করছে একশ্রেণির মানুষ। প্রবল বৃষ্টিতে বালুময় পাহাড় থেকে বালি নালায় আসে এবং নালা থেকে খালে যায়। ফলে নগরীতে পানিবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সিডিএ পাহাড় কাটা ও অনুমোদনহীন স্থাপনা বন্ধে ব্যর্থ হয়েছে। গতকাল (রোববার) সিডিএ’র পানিবদ্ধতা প্রকল্পের মনিটরিং কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, নগরীতে যত্রতত্র অনুমোদনহীন স্থাপনা হচ্ছে। অথচ সিডিএ’র এদিকে নজর নেই। কোন অবৈধ স্থাপনার তালিকাও নেই। সিডিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা কোন কাজই করছেন না। চট্টগ্রামে যেন আর কোন পাহাড় কাটা না হয় সেদিকে মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি প্রশ্ন রাখেন, পাহাড়ে কেন বস্তিবাসী থাকবে। এরকম বিদেশের কোথাও নেই। মন্ত্রণালয়ের নিজস্ব অর্থায়নে মন্ত্রী বস্তিবাসীদের জন্য ১০ হাজার অ্যাপার্টমেন্ট করার ঘোষণা দিয়ে বলেন, এ অ্যাপার্টমেন্টগুলো তৈরি হলে বস্তিবাসীদের পাহাড় থেকে সরিয়ে আনা যাবে। তারা এখানে ভাড়ার ভিত্তিতে থাকবেন। আমাদের উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নিলেই সফলতা আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।