Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র

কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া কোনো দৃঢ় পদক্ষেপ না নেয়া পর্যন্ত দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠক করবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনায় সম্মত হওয়ার মধ্য দিয়ে মূলত কিমের মর্যাদা আরো বাড়িয়ে দেয়া হলো বলে সমালোচনা উঠলে হোয়াইট হাউজ এ মন্তব্য জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ‘উত্তর কোরিয়া দৃঢ় পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ না করলে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের সঙ্গে বৈঠক করবেন না।’ তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে ঠিক কী ধরনের পদক্ষেপ আশা করা হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি স্যান্ডার্স। পরবর্তীতে হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানান, কিমের সঙ্গে আলোচনায় নতুন করে কোনো শর্তারোপের ইঙ্গিত দেননি তিনি (স্যান্ডার্স)। তবে যুক্তরাষ্ট্র যে ধরনের মন্তব্য করেছে তাতে মনে হচ্ছে, উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম নিয়ে দুই দেশের মধ্যকার অচলাবস্থা শিগগিরই শেষ হচ্ছে না। এছাড়া আলোচনার সময়সূচি নিয়ে ট্রাম্পও পরিষ্কার কিছু জানাননি। শুক্রবার বিষয়টি নিয়ে ট্রাম্পের টুইটারেও পূর্বশর্তের বিষয়টি নিয়ে খোলামেলা মন্তব্য করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে লেখেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তিটি সম্পন্ন হলে তা পুরো বিশ্বের জন্য মঙ্গলজনক হবে।’ যুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই বলে আসছে, উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম বন্ধ করতে তারা দেশটির সঙ্গে আলোচনায় বসবে। অপরদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওই বৈঠক হয়তো ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। অন্যথায় এ থেকে দুই দেশের মধ্যে পারমাণবিক উত্তেজনা কমাতে ‘দুনিয়ার জন্য সর্বশ্রেষ্ঠ চুক্তি’ বের হয়ে আসবে। ট্রাম্পের ভাষায়, এটা হবে ‘দ্য গ্রেটেস্ট ডিল ফর দ্য ওয়ার্ল্ড।’ শনিবার ওয়েস্টার্ন পেনসিলভানিয়ায় দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। রিপাবলিকান কংগ্রেস প্রার্থী রিক স্যাকোন-এর এক নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ওই ভাষণ দেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট বলেন, আলোচনায় যদি অগ্রগতি সম্ভব নয় বলে মনে হয়, তাহলে আমি দ্রুত সরে আসবো। তবে আমি বিশ্বাস করি, উত্তর কোরিয়া শান্তি চায়। ফলে এটাই সঠিক সময়। সম্ভাব্য ওই বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী মে মাসের শেষ নাগাদ এ বৈঠক হতে পারে। এদিকে দুই নেতার সম্ভাব্য এই বৈঠককে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক সমপ্রদায়। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ