Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্স সবচেয়ে ভালো অংশীদার হতে চায় ভারতের : ম্যাখোঁ

যৌথ নিরাপত্তা নিয়ে একটি শক্তিশালী চুক্তির ওপর গুরুত্বারোপ

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ‘ফ্রান্স হছে ইউরোপের প্রবেশ দ্বার। আমরা ইউরোপে ভারতের সবচেয়ে ভালো অংশীদার হতে চাই।’ গতকাল শনিবার দিল্লির প্রেসিডেন্ট প্রাসাদে সংবর্ধনা গ্রহণের পর তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস। দুই গণতান্ত্রিক দেশের যৌথ নিরাপত্তা নিয়ে একটি শক্তিশালী চুক্তির ওপরও গুরুত্বারোপ করেন ইমানুয়েল ম্যাখোঁ। এর আগে চার দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার রাতে ভারতে পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট। প্রটোকল ভেঙে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে দিল্লিতে পৌঁছালেও শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিন নরেন্দ্র মোদি’র সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তার। এ বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করবেন বলে মনে করা হছে। বিশেষ করে সন্ত্রাসবাদ, অবকাঠামো, নগরায়ন, প্রতিরক্ষা, মহাকাশ ও পারমাণবিক শক্তির মতো বিষয়গুলো তাদের আলোচনায় প্রাধান্য পাবে। শীর্ষ বৈঠকের পর দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। ১১ মার্চ ভারতে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সামিটে অংশ নেবেন ফরাসি প্রেসিডেন্ট। গালফ টাইমস, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ