Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংসতার প্রতিবাদে রাস্তায় শ্রীলঙ্কান বৌদ্ধ ভিক্ষুরা

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শ্রীলঙ্কায় মুসলিমবিদ্বেষী সহিংসতার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন শত শত বৌদ্ধ ভিক্ষু ও আন্দোলনকারীরা। ‘সা¤প্রদায়িক সংঘর্ষ জাতীয় ঐক্য ধ্বংস করে’ দাবি করে দেশটির জাতীয় ভিক্ষু ফ্রন্ট গত শুক্রবার কলম্বোতে এই মৌন প্রতিবাদ জানান। এমনকি শুক্রবার জুমার নামাজের সময় বিভিন্ন মসজিদে গিয়ে তারা মুসলিমদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। যেসব স্থানে মসজিদ ধ্বংস হয়েছে সেখানে খোলা মাঠে জুমার নামাজ পড়তে মুসলিমদের সহায়তাও করেন বৌদ্ধ ভিক্ষুরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছেন দেশের ক্রিকেট তারকাসহ সচেতন মানুষেরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। গত বছর থেকেই শ্রীলঙ্কায় সা¤প্রদায়িক উত্তেজনা বিরাজ করছিল। সংখ্যালঘু মুসলিমদের ওপর উগ্র বৌদ্ধরা হামলা চেষ্টা করছিল। বুধবার এক গ্রেনেড হামলায় একজন নিহত হওয়ার পর জরুরি অবস্থা জারি করে শ্রীলঙ্কা। তিনদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, ভাইবার ও হোয়াটসঅ্যাপ। ৫ মার্চ ২০১৮ সোমবার ক্যান্ডিতে নতুন করে মুসলিম মালিকানাধীন একটি দোকান জ্বালিয়ে দেয় সংখ্যাগরিষ্ঠ সিংহলি বৌদ্ধরা। মূলত ওই অগ্নিসংযোগ থেকেই দাঙ্গার সূত্রপাত। দাঙ্গায় আহত এক বৌদ্ধের মৃত্যুর পাশাপাশি পুড়ে যাওয়া ভবন থেকে এক মুসলিমের লাশ উদ্ধার করা হয়। এরপর সংঘাত চরম আকার ধারণ করে। উদারপন্থী বৌদ্ধ নেতারা ও দেশটির ক্রিকেটাররা কান্ডি শহরের ঘটে যাওয়া সহিংসতার নিন্দা জানান। অনেক শ্রীলঙ্কান সামাজিক যোগাযোগ মাধ্যমে জুমার নামাজে বিভিন্ন মসজিদে বৌদ্ধ ভিক্ষুদের পরিদর্শনের ছবি প্রকাশ করেছেন। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, কোনও শ্রীলঙ্কান তাদের নৃ-তত্ত বা ধর্মের কারণে বঞ্চিত, হুমকি বা ক্ষতির মুখে পড়তে পারে না। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সহিংসতা

৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ