Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেকোনো মূল্যে আফরিনের নিয়ন্ত্রণ নেবো : এরদোগান

অভিযানে এ পর্যন্ত ৩ হাজার ১৭১ কুর্দি গেরিলাকে নিষ্ক্রিয় করা হয়েছে

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার আফরিনে অভিযানরত তুরস্কের সেনাবাহিনী যেকোনো মূল্যে গোটা আফরিন শহরের নিয়ন্ত্রণ নেবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি বলেন, আফরিনের মূল শহরের চারপাশ ঘিরে ফেলা হয়েছে। এখন যেকোনো সময়ে শহরে ঢুকবে তুর্কি বাহিনী। আর যেকোনো মূল্যে এটি করা হবে। তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্টের (একেপি) পলিটিকস একাডেমি উদ্বোধনের সময় গত শুক্রবার দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। এরদোগান বলেন, এই মুহূর্তে তুর্কি বাহিনী আফরিনকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছে। অভিযানে এ পর্যন্ত ৩ হাজার ১৭১ কুর্দি গেরিলাকে নিষ্ক্রিয় করা গেছে। শত্রæ সৈন্যকে হত্যা বা আত্মসমর্পণ বোঝাতে তুরস্ক নিষ্ক্রিয় শব্দ ব্যবহার করে থাকে। তবে এরদোগানের দাবি প্রত্যাখ্যান করেছে সেখানকার কুর্দি গেরিলা সংগঠন ওয়াইপিজির মুখপাত্র নুরি মাহমুদ। কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা এ শহরটি উদ্ধারে অভিযান চালাচ্ছে তুরস্ক। শুক্রবার টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় এরদোগান বলেন, তুর্কি বাহিনী ও তার সমর্থক বাহিনী আফরিনের মূল কেন্দ্র থেকে ৬ কিলোমিটার দূরে রয়েছে। তারা যে কোনো সময় আফরিনে প্রবেশ করবে। সব বাধা উপেক্ষা করে তুর্কি বাহিনী আফরিনের কেন্দ্রের কাছে পৌঁছেছে। এরদোগান তার বক্তৃতায় বলেন, আজ আমরা আফরিনে আছি, কাল মানবিজে থাকবো। আগামী দিনে ইউফ্রেটিসের পূর্ব থেকে ইরাকি সীমান্ত পর্যন্ত সন্ত্রাস মুক্ত থাকবে। উল্লেখ্য, গত জানুয়ারি মাস থেকে তুরস্ক সিরিয়ার আফরিনে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। অপারেশন অলিভব্রাঞ্চ নামের ওই অভিযানে এ পর্যন্ত ৪১ জন তুর্কি সেনা নিহত হয়েছে। অভিযানে আফরিনের ১২৪টি গ্রাম কুর্দি গেরিলাদের থেকে মুক্তি করেছে তুর্কি বাহিনী। এছাড়া ১৫৯টি এলাকা ও ৩০টি কৌশলগত স্থান দখলে নিয়েছে তুর্কি বাহিনী। গত ২০ জানুয়ারি থেকে আফরিন অঞ্চলে অভিযান শুরু করে তুরস্কের সেনাবাহিনী। তবে এখনও পর্যন্ত মূল শহরে প্রবেশ করতে পারেনি তুর্কি বাহিনী। আনাদোলু এজেন্সি।



 

Show all comments
  • Moslem Shah ১১ মার্চ, ২০১৮, ৩:৪৩ পিএম says : 0
    Good life and futures also
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ