Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার : ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকায় চলন্ত বাসে ডাকাতি ও চালককে হত্যার ঘটনায় জড়িত মো: রুবেল হোসেন (২৭) নামের এক ডাকাত সদস্য জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত রুবেল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার লক্ষিণদার গ্রামের লাল মাহমুদ এর ছেলে। গত প্রায় এক মাস আগে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ডাকাতি করে একদল ডাকাত এসময় ডাকাতরা বাসের চালককে ছুরিকাঘাতে হত্যা করে। পরে বাসটি আশুলিয়ার শ্রীপুর এলাকায় ফেলে যায় ডাকাতরা। এঘটনায় আশুলিয়া থানায় মামলা হলে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ জড়িতদে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে। এরমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ। অবশেষে শুক্রবার ভোর রাতে টংগাবাড়ি এলাকায় রুবেল হোসেনকে নিয়ে অভিযানে গেলে বিষয়টি টের পেয়ে তার সহযোগীরা ডিবি পুলিশের উপর হামলা চালায়। এসময় ডিবি পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে ডাকাত সদস্য রুবেল গুলিবিদ্ধ হয়। পরে তাকে দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এস আই আবুল কালাম আজাদ। তিনি আরো জানান, চলন্ত বাসে ডাকাতির ঘটনায় ওই ডাকাত জড়িত ছিলো। নিহত ডাকাতের নামে বিভিন্ন থানায় হত্যাসহ ডাকাতি একাধিক মামলা রয়েছে। ডাকাতদের হামলায় ডিবি পুলিশের এসআই তানভীর মোর্শেদ, এএসআই সেলিম মিয়া ও কনস্টেবল নয়ন আহমেদ আহত হয়েছে। পরে তাদেরকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ