Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

উত্তরা গণভবনের দর্শনার্থীদের জন্য ৮০ ভাগ এলাকা উন্মুক্ত করা হলো

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের উত্তরা গণভবনের দর্শনার্থীদের জন্য ৮০ ভাগ এলাকা উম্মুক্ত করা হয়েছে। এছাড়া মিনি চিড়িয়াখানা ও সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম মিনি চিড়িয়াখানা ও সংগ্রহ শালার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের যুগ্ম সচিব সাইদুর রহমান ও নাটোরের জেলা প্রশাসক শাহীনা খাতুন। ২০১২ সালের অক্টোবরে ১০টাকা টিকিটের বিনিময়ে নাটোরের উত্তরা গণভবনের ২০ ভাগ জনসাধারণের জন্য উম্মুক্ত করা। সম্প্রতি টিকিটের মূল্য ২০টাকা করা হলেও দর্শনার্থীদের জন্য ২০ ভাগের বেশী উম্মুক্ত ছিল না । দর্শনার্থীদের দাবির প্রেক্ষিতে মিনি চিরিয়াখানা ও সংগ্রহশালার পাশাপাশি হাউস লেক, রাণীমহল ও আম্রকানন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। তবে মূল প্যাসেল এখনও উম্মুক্ত করা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণভবন

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ মার্চ, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ